কালাইয়ে আইনশৃংখলা ও মত বিনিময় সভা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
কালাই উপজেলার সর্বস্তরের জনগন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে সহকারী পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কালাই থানা পুলিশের আয়োজনে উক্ত মত বিনিময় সভা হাতিয়র বাজারে অনুষ্ঠিত হয়। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)ওয়াসিম আল বারীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সহকারী পুলিশ সুপার(পাঁচবিবি সার্কেল অফিসার)আফজালুর রহমান। থানার সেকেন্ড অফিসার তোফায়েল হাসান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক, তাজ উদ্দিন,জেলা যুবদলের সদস্য, এনায়েত মওলা সবুজ(মেম্বার),আহম্মেদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক,গোলাম রব্বানী(মেম্বার)আহম্মেদাবাদ ইউনিয়ন জামায়াতের আমির গোলাম আজম,উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মওলানা মোঃ মোজাফফর হোসেন,আহম্মেদাবাদ ইউনিয়ন বিএনপির সদস্য,আব্দুল আলিম সহপ্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।