IBWF এর উদ্যোগে জয়পুরহাটে ব্যবসায়ী সমাবেশ

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটে ব্যবসায়িক সমৃদ্ধি ও অর্থনৈতিক নিরাপত্তার লক্ষ্যে ব্যবসায়িক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ১৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় জয়পুরহাট জেলা শহরের আরামনগর এলাকায় আব্বাস আলী খান  মিলনায়তনে অনুষ্ঠিত হলো এ সমাবেশ । জয়পুরহাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির শহর শাখার সভাপতি প্রকৌশলী গোলাম মোর্তজা। অন্যানের মধ্যে বক্তৃতা করেন, সংগঠনটির জেলা সভাপতি হাসিবুল আলম লিটন, শহর উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম পাটোয়ারী, আব্দুল আজিজ, হারুনুর রশিদ প্রমূখ।

বক্তারা বলেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সীমাহীন চুরি ও লুটপাটের  কারণে দেশের অর্থনীতি আজ ভঙ্গুর প্রায়,  ধ্বংসের পথে ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। আর সীমাহীন দুরবস্থায় পতিত হয়েছে ব্যবসায়ী সম্প্রদায়। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন অর্থনৈতিক নিরাপত্তা  । এ লক্ষ্যে নিয়মিত সঞ্চয় জমা করনের মাধ্যমে তহবিল গঠন  নিশ্চিত করা গেলে অবশ্যই অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা যাবে বলে মনে করেন ব্যবসায়িক নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *