আদমদীঘিতে পুজা পরিষদের নের্তৃবৃন্দের সাথে বিএনপির মত বিনিময়
বগুড়া অফিস:
হিন্দুধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব আসন্ন শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আদমদীঘি উপজেলা বিএনপি’র আয়োজনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও উপজেলার সকল দুর্গা মন্ডবের নের্তৃবৃন্দর সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের রাধাগোবিন্দ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে চড়কতলা দুর্গা পুজা উদযাপন কমিটির সভাপতি কানাই প্রমানিকের সভাপতিত্বে ও মৃনাল কুমার সরকারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জাতি ধর্ম বর্ন নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশী। ধর্ম যার যেটাই হোক উৎসব আমাদের সকলের। দুর্গা পুজা সুষ্ঠ ও সুন্দর ভাবে পালনের জন্য বিএনপি’র পক্ষ থেকে সার্বিক সহযেগীতা থাকবে। মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি কামরুল হাসান মধূ, ফরিদুল হক মুক্তা, যুগ্ম সম্পাদক মাসুদ আহম্মেদ, বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসান, গোলাম মোস্তফা, আব্দুস সাত্তার সহ বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলের নের্তৃবৃন্দ। পুজা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের নেতা রবীন্দ্র নাথ সাহা, শ্যামল কুমার পাল, সুদেব ঘোষ, অলক মোহন্ত, গঙ্গা বাশপোঁড়, সৌরভ কুমার প্রমূখ। এবার আদমদীঘি উপজেলায় ৬৩টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আদমদীঘি সদর ইউনিয়নে ১০টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ৮টি, নশরতপুর ইউনিয়নে ৬টি, কুন্দগ্রাম ইউনিয়নে ১৩টি, চাঁপাপুর ইউনিয়নে ১২টি, সান্তাহার ইউনিয়নে ৪টি এবং সান্তাহার পৌরসভায় ১০টি মন্ডবে দুর্গা পুজা অনুষ্ঠিত হবে।