জয়পুরহাটে ইসলামী ব্যাংকে গ্রাহক সেবা মাস উপলক্ষে মতবিনিময় সভা
অনলাইন ডেস্ক:
ইসলামী ব্যাংকে “গ্রাহক আস্থায় ফিরবে দিন, দেশ গড়ায় অংশ নিন” এই প্রতিপাদ্য নিয়ে গ্রাহক সেবা মাস উপলক্ষে জয়পুরহাটে গতকাল বিকালে বিশিষ্ট ব্যাংক গ্রাহক ও সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখার এভিপি ও ব্যবস্থাপক মো: হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন দারুস সুফফা ট্রাস্ট এর চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র জয়পুরহাট জেলা আমীর ডা: ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসেফর মো: আবু বক্কর সিদ্দিক, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম তালুকদার তরুন।
ব্যাংক অফিসার শামিম আকন্দ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্যদেন পূরবী এগ্রো ইন্ডা লি: এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান, বিশিষ্ট গ্রাহক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান হাসিবুল আলম লিটন, ব্যাংকের বিনিয়োগ কর্মকর্তা মোক্তার উজ্জামান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, বিশিষ্ট আইনজীবী এ্যাড. আব্দুল মোমেন ফকির, এ্যাড. মোজাম্মেল হক সাখিদার, অধ্যাপক আব্দুর রশিদ, অধ্যাপক আব্দুস সালাম সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।