জয়পুরহাটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক:

নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৩০ বছরে পদার্পণ উদযাপন করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক জয়পুরহাট শাখা। এ উপলক্ষ্যে জয়পুরহাট শাখায় আলোচনা সভা, দোয়া এবং কেক কাটার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের জয়পুরহাট শাখা ব্যবস্থাপক

মোঃ মৌছুদুর রহমান, ম্যানেজার অপারেশন্স এবাদত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী খালেকুজ্জামান পানু ও কায়সার আহমেদ, বিশিষ্ট গ্রাহক গোলাম মওলা বকুলসহ শাখায় কর্মরত কর্মকর্তা  এবং গ্রাহক ও শুভানুধ্যায়ীরা।

জয়পুরহাট শাখা ব্যবস্থাপক মোঃ মৌছুদুর রহমান বলেন , আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৫ সালের ২৭ সেপ্টেম্বর ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকের ২২৫টি শাখা, ৭২টি উপশাখা, ৭৪৫টি এজেন্ট আউটলেট, ২২৫টি এটিএম বুথের মাধ্যমে গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

তিনি আরো বলেন, এছাড়াও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকে গ্রাহকদের আন্তরিকভাবে সেবা প্রদান করে আসছে। ব্যাংকের প্রতি গ্রাহকদের পূর্ণ আস্থা ও বিশ্বাসের কারণে ব্যাংকটি দেশের একটি অন্যতম সেরা ইসলামী ব্যাংকে উপনীত হতে পেরেছে। ব্যাংকের এই সাফল্যের ধারা যাতে সবসময় অব্যাহত থাকে সেজন্য সবাইকে তিনি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনাসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আলেম মুফতি মাওলানা সাইদুর রহমান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *