জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলারদের মতবিনিময়
অনলাইন ডেস্ক:
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ইসলামিক স্কলারদের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে গঠনমূলক কথাবার্তা হয়।
জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলারদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারী, মুফতি সাইফুল্লাহ, মাসুদ বিন সাঈদী, মাওলানা মুক্তার হোসেন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, ড. মাওলানা জাকারিয়া নূর, শায়েখ জামাল উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফখরুদ্দিন, মুফতি হেদায়াতুল্লাহ সহ প্রায় শতাধিক আলেম ওলামাবৃন্দ।
এ সময় ওলামায়ে কেরামগণ বাংলাদেশে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের বিষয় নিয়ে আলোচনা করেন এবং দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত করেন।