ফ্রি মেডিকেল ক্যাম্প জয়পুরহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী
অনলাইন ডেস্ক:
ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার বিকেলে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহবায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির আহবায়ক মতিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী, আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্র দলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ, জেলা যুবদলের সদস্য মাজহারুল হক সেন্জু, বেলায়েত হোসেন বেনু, মনির ভুইয়া, ইকবাল হোসেন, এফতাদুল হক, রুহুল আমীন, লিটন, যুবনেতা তারেক ইবনে ফিরোজ, ফাহাদ হোসেন, ছাত্র নেতা সাফায়েত সোববাহ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে গরীব অসহায় প্রায় ১ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।