তুরস্কে ইসপারতার আন্তর্জাতিক সংস্কৃতি সম্মেলনে বাংলাদেশি ছাত্রদের সক্রিয় অংশগ্রহণ
ডেস্ক রিপোর্টঃ তুরস্কের ইসপারতার সুলেইমান ডেমিরেল ইউনিভার্সিটি এবং ইসপারতা এপ্লাইড সাইন্স ইউনিভার্সিটিতে অধ্যায়নরত বাংলাদেশি স্টুডেন্টদের অংশগ্রহণে Isparta Gençlik Merkezi (GSB) এবং Federation of International Students Association (UDEF) এর উদ্যোগে অসাধারণ এক সংস্কৃতি সম্মেলন হয় গত ৩০ অক্টোবর।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন UDEF এর প্রেসিডেন্ট স্যার আলি আসলান এবং তাঁর সাথে প্রায় ২০টি দেশের শিক্ষার্থীরা। সম্মেলনে, স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশের জিওপলিটিকাল অবস্থান, ইতিহাস, তুরষ্ক-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের প্রকৃতি,খাদ্যাভ্যাস, টুরিস্ট স্পট, উৎসব, পোশাক এবং ভবিষ্যত সম্ভাবনাগুলোকে উপস্থাপন করা হয়।
স্লাইড প্রেজেন্টেশনের উপস্থাপনা করেন সলেইমান ডেমিরেল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত বগুড়ার মেয়ে নাসিবা আমিন এবং মেডিসিন বিভাগের শিক্ষার্থী আব্দুল আজিজ।
প্রোগ্রামে, ঐতিহ্যবাহি খাবার হিসেবে বিরিয়ানি এবং মিষ্টি হিসেবে পাটিসাপটা পিঠা পরিবেশন করা হয়। সবার প্রানবন্ত উপস্তিতিতে এক অনন্য সম্মেলনে পরিনত হয়।