ক্ষেতলালে চারু ও কারু মেলা অনুষ্ঠিত
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
“সৃজনশীলতা বিকশিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ইটাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চারু ও কারু মেলা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর চারু ও কারু মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম। দিনব্যপী চারু ও কারু মেলায় বিদ্যলয়ের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরী খেলনাসহ বিভিন্ন ধরনের উপকরণ শিক্ষার্থীরা প্রদর্শন করেন মেলায়।
চারু ও কারু মেলায় শিক্ষার্থীদের উদ্বোদ্ধ করতে প্রধান শিক্ষক মাহমুদা খানম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এফাজুল হক, সহকারী শিক্ষা অফিসার অচিন্ত কুমার মহন্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুজাউল ইসলাম, প্রধান শিক্ষক আলী আসলাম, সহকারী শিক্ষক ফারুক হোসেন কাজল, ফজলুর রহমান প্রমুখ।