জয়পুরহাটে কাবাডি একাডেমী’র আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্টের সমাপনী
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলা কাবাডি একাডেমী’র আয়োজনে গতকাল আন্তঃ জেলা কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট জেলা কাবাডি একাডেমী’র সাধারণ সম্পাদক ও উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের সদস্য কোচ রুহুল আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, উত্তরবঙ্গ কাবাডি ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাড. এ.এফ.এম আশাদুজ্জামান, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা জামায়াতের সেক্রেটারী মাও: গোলাম কিবরিয়া, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, কেন্দ্রীয় কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ মোর্শেদুল আলম লেবু সহ অন্যান্য অতিথিবৃন্দ। খেলা পরিচালনা করেন জয়পুরহাট ভলিবল একাডেমির পরিচালক ইউসুফ শাহীন।
এ খেলায় বগুড়া জেলা দল চ্যাম্পিয়ন এবং নীলফামারী জেলা দল রার্নাস আপ হয়েছে। খেলায় রাজশাহী ও রংপুর বিভাগের ৮টি জেলা দল অংশগ্রহন করেন।