জয়পুরহাটে জামায়াতের স্বল্পমূল্যের বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাস্তবায়নে শহীদ ডা: আবুল কাশেম ময়দান মাঠে সোমবার স্বল্পমূল্যের সবজির বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ডা: ফজলুর রহমান সাঈদ, জেলার সহকারী সেক্রেটারী এ্যাড. মামুনুর রশিদ ও এসএম রাশেদুল আলম সবুজ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারী আসলাম হোসেন, সহ-সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী ও হাদীউজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক স্বল্পমূল্যের সবজি বিক্রয় ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং তিনি মাছ, মাংস ও মুরগী বিক্রয়ের বিষয়ে পরামর্শ দেন।