বগুড়ায় ভোক্তা অধিকারের অভিযান কয়েল ফ্যাক্টরীতে জরিমানা

বগুড়া অফিস:

গত ০২ ডিসেম্বর ২০২৪ বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে বগুড়া শহরের ফুলবাড়ী উত্তর পাড়াস্থ একটি কয়েল ফ্যাক্টরীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: মেহেদী হাসান। উক্ত অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম আর কনজুমার প্রোডাক্টস্ ইন্ডাস্ট্রিজ, ফুলবাড়ী উত্তর পাড়া, বগুড়া’র প্রোপাইটর মো: সারোয়ার হোসেন কর্তৃক প্রতিষ্ঠানের কাগজপত্র অসম্পূর্ণ রেখে মশার কয়েল উৎপাদন করে বাজারজাত করার অপরাধে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে জরিমানার পাশাপাশি ১ সপ্তাহের মধ্যে কয়েল উৎপাদন সংশ্লিষ্ট কাগজপত্র বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিসে জমা না দিলে পরবর্তীতে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করা হয়। অভিযানে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তা জানান, বাজার তদারকির ক্ষেত্রে পরবর্তীতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *