বগুড়া আইন কলেজের অধ্যক্ষ এ্যাড. আল মাহমুদ আর নেই
বগুড়া অফিস:
বগুড়া আইন কলেজের অধ্যক্ষ, বগুড়া এ্যাডভোকেটস বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক সদস্য, বগুড়ার সাবেক গভর্নমেন্ট প্লিডার (জিপি), বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বগুড়া জেলা কমিটির সভাপতি বিজ্ঞ আইনজীবী জনাব আল মাহমুদ।
অদ্য ০৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার রাত ১২ টায় ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন। এক ফেসবুক স্ট্যাটাসে বগুড়া আইন কলেজের সাবেক ছাত্র সাংবাদিক মাহফুজ মন্ডল বলেন- “আমি বগুড়া আইন কলেজের একজন সাবেক ছাত্র, গণমাধ্যম এবং মানবাধিকার কর্মী হিসেবে কিছু সময় বেশ কয়েকটি জনকল্যাণ মূলক ও মানবাধিকার বিষয়ক কাজ করার সুযোগ হয়েছিল তাঁর সাথে। অত্যন্ত সদালাপী আইনজ্ঞ আল মাহমুদ স্যারকে দেখেছি আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তিনি যথেষ্ট সচেষ্ট ছিলেন।মহান আল্লাহ বহুগুণে গুণান্বিত এই মানুষটির ক্ষুদ্র ক্ষুদ্র ভুলত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।”