ঢাকার বনানীতে উদ্বোধন করা হলো স্টাডি এন্ড জব অপারচুনুটি এ্যাট জাপান

ঢাকা প্রতিনিধি:

বাংলাদেশে শিক্ষিত বেকারত্বের হার কমাতে শিক্ষা এবং মানসম্মত বেতনে চাকুরীর নিশ্চয়তা দিয়ে ঢাকার বনানীতে উদ্বোধন করা হলো স্টাডি এন্ড জব অপারচুনুটি এ্যাট জাপান নামে একটি প্রতিষ্ঠান। স্কিল এন্ড টিকিট বক্স ও সাকুরা লিঃ এর যৌথ উদ্যোগে এ প্রতিষ্ঠানটি চালু করা হলো। ঢাকার বনানীর ১২ নং রোডের ব্লক-ই এর ৭৮ নং বাসায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাপান-বাংলাদেশের বিশিষ্ট প্লাস্টিক সার্জারী প্রফেসর ডা. সৈয়দ সামছুদ্দীন আহম্মেদ।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন স্কিল এন্ড টিকিট বক্স লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মোঃ আলী আকবর চুন্নু। প্রতিষ্ঠানের পরিচালক ইসমাইল খান শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার এএইচএম আজাদী, ওএসআইটি সল্যুশন লিঃ এর মোঃ মনিরুজ্জামান, কাজী ফাহিম, এবিএম ওয়াহিদুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এসে উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। অনুষ্ঠানের সভাপতি  মোঃ আলী আকবর চুন্নু বলেন, ধীরে ধীরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলায় এর শাখা সৃষ্টি করা হবে যাতে সারাদেশের মানুষ এর সুবিধাভোগ করতে পারে। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, স্কিল ডেভেলপমেন্ট ও জাপানী ভাষা শিক্ষা দিয়ে শিক্ষিত বেকারদের জাপানে গিয়ে চাকুরী করার মতো উপযুক্ত করে গড়ে তুলবে এ প্রতিষ্ঠান। এতে কোন প্রার্থীর অগ্রীম কোন টাকা দিতে হবে না। এমনকি কেউ অর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভবনাও নাই। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আলোচনাসভা সমাপ্ত করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *