বগুড়ায় জামায়াতের যুব শাখার ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত
বগুড়া অফিস:
শনিবার রাতে বগুড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের ফুলবাড়ী উত্তরপাড়ায় জামায়াতে ইসলামী যুব বিভাগ আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা যুব বিভাগের সভাপতি ছামসুল আলম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন মালতিনগর সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আব্দুস সালাম তুহিন, বাঘোপাড়া সাংগঠনিক থানা আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন, ফুলবাড়ী সাংগঠনিক থানা আমীর এ্যাড, শাহিন মিয়া, জামায়াত নেতা ডা. আবু বক্কর সিদ্দিক, নামিরুল হক জর্জিস, আরিফুল ইসলাম, ইব্রাহিম হোসেন, জহুরুল ইসলাম,ডা. লিয়াকত আলী প্রমুখ। খেলায় বারপুর যুব সংঘ ২-১ সেটে দ্ুঁপচাচিয়াকে পরাজিত করে চ্যাম্পিান হওয়ার গৌরব অর্জন করে।