কালাইয়ের পুর এম,ইউ ফাজিল ডিগ্রি মাদরাসা ধর্মীয় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা
অনলাইন ডেস্ক:
জয়পুরহাট জেলার কালাই উপজেলা উদয়পুর ইউনিয়নের পুর এম,ইউ ফাজিল ডিগ্রী মাদরাসা অত্র এলাকার ধর্মীয় শিক্ষাবিস্তারে ব্যাপক ভূমিকা পালন করেছে। ১৯৫০ সালে প্রতিষ্ঠানটি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ও শিক্ষানুরাগীদের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠার পর থেকে দ্বীনি শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করছে।
প্রাক্তন অধ্যক্ষ আলহাজ মাওলানা মোঃ আনিছুর রহমান ধর্মীয় শিক্ষাবিস্তারে আলোকবর্তিকা হিসাবে কাজ করেছেন। ২০১৫ সালে ওই মাদরাসার আরবী প্রভাষক মাওঃ মোঃ হেলাল উদ্দিন নুরীকে অধ্যক্ষ হিসাবে নিয়োগদেন মাদরাসা কর্তৃপক্ষ। নিয়োগের পর থেকে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার চেস্টা চালিয়ে ফলাফল তেমন একটা ভালো করতে পারেনি এমনকি প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার পরিবেশ নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তেমন একটা আত্মতৃপ্তিতে ছিলনা বলে জানা গেছে। সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন নুরী অবসরে গেলে ২০২৩ সালের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পান মুফতি মাওলানা মোঃ সাহেব আলী তিনি মাদরাসা অধ্যক্ষ হিসাবে যোগদানের পর থেকে প্রতিষ্ঠানের চিত্র পাল্টিয়েছে ফিরেছে শিক্ষার পরিবেশ, দিনদিন বাড়ছে শিক্ষার্থী, অভিভাবকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করে বর্তমানে মাদরাসায় ৪৩৯ জন ছাত্রছাত্রী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য যানবাহন ব্যবস্থা সহ গরীব ও মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক উপবৃত্তি, শিক্ষা উপকরণ সহ নানাবিধ সুযোগ সুবিধার ব্যবস্থা করায় এলাকাবাসী বর্তমান অধ্যক্ষ মুফতি মোঃ সাহেব আলীকে এলাকার সকল শ্রেনীপেশার লোকজন শ্রদ্ধাভরে স্মরণ করছেন। এলাকাবাসীর প্রাণেরদাবী ধর্মীয় প্রতিষ্ঠানটি আগামীতে যেন উপজেলা ও জেলা পর্যায়ে শিক্ষাবিস্তারের ক্ষেত্রে শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম ছড়িয়ে পড়ে।