কালাইয়ে দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা “এই প্রতিপাদ্যেকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে বর্নাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বরে) সকালে ১০টায় কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনেরন সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি কালাই পৌরসভার প্রধান শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে কালাই-জয়পুরহাট মহাসড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের সহশ্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন,, থুপসারা দাখিল মাদ্রাসার সুপার মতিয়র রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান( শহিদ)সহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দুর্নীতি বন্ধ করতে সবার আগে আমাদের নিজেদের চরিত্র পাল্টাতে হবে। সেই সাথে দুর্নীতি সহায়ক সকল কার্যক্রম বন্ধ করতে হবে। চাকুরীতে নিয়োগ ও সেবা প্রদানের ক্ষেত্রে এমন পদ্ধতি চালু করতে হবে, যাতে কেউ দুর্নীতি করতে না পারে। এছাড়া সকলকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান তারা।