জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত
অনলাইন ডেস্ক:
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় “অধিকার এখানে, এখনই” প্রকল্পের আয়োজনে রবিবার দুপুরে কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনে দিনব্যাপী জাতীয় যুব দিবস পালন করা হয় ।
জাতীয় যুব দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। খেলাধুলা, রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরেন অধিকার এখানে এখনই প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মাধুরী সুত্রধর।
ইয়ুথ সদস্য আফরোজা খাতুন এর সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম রওশন আলম, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মুহবুবুল আলম অধিকার এখানে,এখনই
প্রকল্পের জেলা যুব সংগঠক সম্রাট হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, তোমরা মাদক থেকে দুরে থাকবে। ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সময়ে মাদকমুক্ত রাখলে সারা জীবন মাদকমুক্ত থাকা যাবে। আজকের আলোচনার মাধ্যমে আমরা চেষ্টা করব এই শক্তিশালী সমাজের অংশীদারদের আরও সচেতন এবং দক্ষ করে গড়ে তুলতে। যুবসমাজ শুধু যে দেশের ভবিষ্যৎ, তাই নয়, তারা প্রত্যেকেই নিজেদের জীবনেও পরিবর্তন আনতে সক্ষম। তাদের সিদ্ধান্ত, কাজ এবং চিন্তাভাবনা আমাদের আগামীতে আরো উন্নত, শান্তিপূর্ণ এবং সুরক্ষিত করতে সহায়ক হতে পারে।