জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া অফিস:

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার ঐতিহ্যবাহী মহাস্থান জাদুঘর পিকনিক স্পটে সংস্থা’র জেলা আহবায়ক মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মমিনুর রশীদ শাইন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান, সাবেক সহ-সভাপতি রতন রায়, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ। সংস্থা’র জেলা যুগ্ম আহবায়ক ইউনুছ উদ্দীন ও সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাজু’র পরিচালনায় বক্তব্য রাখেন নন্দিগ্রাম উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, কাহালু উপজেলা কমিটির সভাপতি আব্দুল হান্নান, দুপচাঁচিয়া উপজেলা কমিটির সভাপতি আখতারুজ্জামান তুহিন, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা কমিটির ড. অধ্যাপক শফিকুল ইসলাম, তাহেরা জামান লিপি, আজিজুল হক, নজরুল ইসলাম প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলনে মুহাম্মাদ আবু মুসা (দৈনিক বগুড়া)কে সভাপতি, ইউনুছ উদ্দীন (দৈনিক মুক্তবার্তা)কে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান সাজু (দৈনিক সাতমাথা) কে সাংগঠনিক সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ঠ বগুড়া জেলা কমিটি ষোঘনা বা অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, অর্থ সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, দপ্তর সম্পাদক ফজলুল হক বাবলু, প্রচার সম্পাদক রেজওয়ানুল হক মানিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম রেজা, শিক্ষা ও জনকল্যাণ সম্পাদক ড. অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, মহিলা বিষয়ক সম্পাদক তাহেরা জামান লিপি, নির্বাহী সদস্য মমিনুর রশীদ শাইন, মুহাঃ বাদল চৌধুরী, আব্দুল হান্নান, আমিনুর ইসলাম, রফিকুল আলম, গোলাম ফারুক, আজিজুল হক, জাকির হোসেন, মতিউর রহমান মতি, ইসমত আরা জাহান সিমা, ছানাউল হক খান জাহেদী, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ বাবু, আব্দুল লতিফ, আমিনুল আকন্দ, এনামুল হক, নজরুল ইসলাম, রাবেয়া খাতুন পিংকি, সুব্রত কুমার ঘোষ, খন্দকার আতিকুর রহমান আতিক, গোলজার হোসেন মিটু, আখতারুজ্জামান তুহিন, আনোয়ার পারভেজ, মাফরোজা খানম সাথী, হারুন অর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান রনি, আব্দুল গণি মিঠুসহ আরো ১২জন। এ ছাড়া আশরাফুল ইসলাম রতন, আব্দুর রহিম বগ্রা, মীর্জা সেলিম রেজা, রতন রায়, শফিকুল ইসলাম শফিক, আমীনূন্নবী, একেএম লুৎফুল বারী মুকুল, রেজাউল করিম, আপেল মাহমুদ, আব্দুল হান্নান, মাসুম মিয়া, শহিদুল ইসলাম রতনসহ আরো কয়েকজনকে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) বগুড়া জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *