জয়পুরহাটে পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটে “পরিচ্ছন্নতা কর্মী নিবাস” নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জয়পুরহাট সদর এর বাস্তবায়নে “পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ (PCRBCP) প্রকল্প ” এর আওতায় জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ট্রাক টার্মিনাল এর পার্শ্বে ৭ তলা বিশিষ্ট এবং ৪৮ টি ফ্ল্যাট সম্পন্ন আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট সুদৃশ্য ও নান্দনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, এলজিইডি জয়পুরহাট এর সিনিয়র সহকারী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু জাফর মো: রেজা, এলজিইডি’র সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, এলজিইডি’র সহকারী প্রকৌশলী তানজিম আহমেদ, এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী দৌলুতজ্জামান, জয়পুরহাট পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।

সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ জানান, জয়পুরহাট-ঢাকা হাইওয়ের ট্রাক টার্মিনালের নিকটবর্তী ফাঁকা ও নিরিবিলি পরিবেশে নির্মিত প্রকল্পটি বাস্তবায়িত হলে জয়পুরহাট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের আবাসনের চাহিদা পূরন হবে এবং তাদের পরিবারের ছেলেমেয়ে নিয়ে আধুনিক নাগরিক সকল সুবিধা পাবে। বিল্ডিংএ থাকবে ২ টি আধুনিক লিফট ও ২ টি সিঁড়ি বিশিষ্ট এবং ২শ’ জন মানুষের ব্যবহার উপযোগী সেপটিক ট্যাংক ও সোকওয়েল। এছাড়াও প্রায় ৩৮.৬৫ শতাংশ ফ্লোর এরিয়াতে আরো থাকবে ২ টি মাল্টিপারপাস খোলা জায়গা, ১টি কমিউনিটি হল, বাচ্চাদের খেলার জায়গা, সাবষ্টেশন, জেনারেটর রুম এবং ২শ’ ৬৫ মিটার সংযোগ পাকা সড়ক। ভবনটির প্রতিটি ফ্ল্যাট হবে আনুমানিক ৪শ’ ৬০ বর্গ ফুটের। সেগুলোতে থাকবে ১ টি মাস্টার বেড, লিভিং ¯েপস, ডাইনিং ¯েপস, বাথরুম, পেন্ট্রি রুম, কিচেন রুম, বারান্দা ও ১ টি করে অগ্নি নির্বাপক যন্ত্র। একটি পরিবারের জন্য যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এলজিইডির (PCRBCP) প্রকল্পের নিজস্ব ডিজাইন ও জয়পুরহাট এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে চুক্তিমূল্য ১৩ কোটি ৮ লক্ষ ৯৪ হাজার ২শ’ টাকা। মেসার্স বসুন্ধরা হাউস বিল্ডার্স-মেসার্স লিটন ট্রেডার্স জেভি ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজটি ২৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শেষ করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *