জয়পুরহাটে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ
স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার চুক্তিবদ্ধ ব্যাংকগুলোর সম্মিলিত অংশগ্রহণে ১০, ৫০, ১০০ টাকার হিসাবধারী ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুন:অর্থায়ন স্কিম এর আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ/ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে লিড ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান শহীদুল্লাহ মজুমদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শাহজাহান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার কর্মকর্তা শামীম আকন্দ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক তানবীর এহসান, প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, সোনালী ব্যাংক পিএলসি জয়পুরহাট প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার এ এস এম আব্দুল লতিফ, প্রধান কার্যালয়ের ফাস্ট এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নূর ইসলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার এভিপি ও শাখা প্রধান মো: হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের ৮৫ জন প্রান্তিক গ্রাহকের মাঝে ১ কোটি ৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।