জয়পুরহাটের মহুরুল দাখিল মাদ্রাসা অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার:

ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নায়েব আলী মন্ডল বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের সুশাসক যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা অলরাউন্ডার। তাদের ফলাফল দুনিয়া ও আখেরাতের উভয় জগতে কাজে লাগবে। একসময় মাদ্রাসার শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করা হয়েছিল যা সঠিক নয় প্রমাণিত হয়েছে। এখন সে অবস্থার পরিবর্তন হয়েছে।

জুলাই-আগস্টের গণ আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যাপক ভূমিকা ছিল। তিনি শনিবার জয়পুরহাট সদর উপজেলার মহুরুল দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র মাদ্রাসার সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন স্থানীয় সরকার উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন। উপাধ্যক্ষ মাও: আমানুল্লাহ দেওয়ানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাহবুবুর রহমান খান, অভিভাবক আব্দুল মোমিন প্রমুখ।

 

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *