কালাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আলোচনা সভা
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান উন্নয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার(১৭ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব শামীমা আক্তার জাহান বলেন,২০২৫ সালের মধ্যে শিক্ষার মান উন্নয়নে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে পাঠদানের গুণগত মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় আরওউপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান এবং আব্দুল্লা আল মামুন। এছাড়াও উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা সভায় অংশগ্রহণ করেন।