জয়পুরহাটে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার:
“গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন কৌশল ও এর ব্যবহার” শীর্ষক ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট ইশ্বরদী, পাবনা এর বাস্তবায়নে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের আওতায় জয়পুরহাট সুগার মিলস লি: এর ট্রেনিং সেন্টারে জয়পুরহাট বিএসআরআই এর উপকেন্দ্রর ইনচার্জ ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট চিনিকল এর ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য দেন বিএসআরআই এর রোগতত্ব বিভাগের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আনিসুর রহমান, বিএসআরআই এর পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কে এম রেজাউল করিম, বিএসআরআই এর প্রকল্প পরিচালক ড. মো: ইমাম হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান।
বিএসআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সুগার মিলের জিএম (কৃষি) তারেক ফরহাদ, আখচাষী শহিদুল ইসলাম, আলেক উদ্দিন প্রমুখ। মিলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আখচাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি করতে আখের মূল্য বৃদ্ধি সহ নানা মুখি কর্মসূচী গ্রহন করেছে সরকার। এলাকার অর্থনীতি অবস্থার পরিবর্তনে আগাম আখ চাষ এবং এর সাথে সাথী ফসল করতে চাষীদেরকে আন্তরিকতার সাথে উন্নত গুণগতমান সম্পন্ন বীজ আখ চাষে এগিয়ে আসার আহবান জানান।