বগুড়ায় ঘুষের ৫০ হাজার টাকা ফেরত

বগুড়া অফিস:

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামের বিরুদ্ধে এক ছাত্রদল কর্মীর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন এসআই। তবে জেলা বিএনপির সহসভাপতি এবং বগুড়া শিশু ও নারী আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল বাসেদ জানান, ওই টাকা তিনি ফেরত এনে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল কর্মী রুবেল প্রামাণিক শিবগঞ্জ উপজেলার বেলাইল গ্রামের গাজীউল হকের ছেলে। তিনি শহরের জামিলনগরে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং জলেশ্বরীতলায় খাবার হোটেলের ব্যবসা করেন। এদিকে গত মঙ্গলবার রাত ৩টার দিকে রুবেলকে বাসা থেকে ধরে সদর থানায় নিয়ে যান এসআই তরিকুল ইসলাম। দিনভর আটকে রেখে ৫০ হাজার টাকা নিয়ে বিকেলে ছেড়ে দেন। রুবেলের বিরুদ্ধে অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সভাপতি সজীব সাহার সঙ্গে ফেসবুকে তাঁর ছবি আপলোড করা আছে। সজীব সাহাকে পুলিশ গত ৭ অক্টোবর গ্রেপ্তার করে এবং তিনি হত্যা মামলায় জেলহাজতে আছেন।

রুবেল জানান, কবে সজীব সাহার সঙ্গে ছবি তুলেছেন তা তাঁর জানা নেই। অথচ পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে বাসা থেকে ধরে আনে। পরে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়। তিনি বিষয়টি পিপিকে জানান। পিপি থানায় গিয়ে তরিকুলের কাছ থেকে টাকা ফেরত নিয়ে দেন। তবে তরিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রুবেলকে ভুলক্রমে আটক করার পর ছেড়ে দেওয়া হয়েছে।’ পিপি আব্দুল বাসেদ বলেন, ‘রুবেল বিষয়টি আমাকে জানায়। সে আমার দলের লোক। সেজন্য আমি থানায় গিয়ে এসআই তরিকুলের কাছ থেকে টাকা ফেরত এনে দিয়েছি। বিষয়টি আমি পুলিশ সুপারকেও (এসপি) জানিয়েছি।’ বগুড়ার এসপি জেদান আল মুছা বলেন, ‘বিষয়টি শুনেছি। আমি রাজশাহীতে অবস্থান করছি। বগুড়ায় ফিরে বিষয়টি দেখব।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *