ঢাবি উপাচার্যের সাথে ইফসুর বিভিন্ন সংগঠনসমূহের মতবিনিময় সভা
ঢাকা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে ফিলিস্তিনি ছাত্র প্রতিনিধি এবং আন্তর্জাতিক ইসলামী সংগঠনসমূহের একটি প্রতিনিধিদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফিলিস্তিন, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্থানসহ বিভিন্ন দেশের ছাত্র সংগঠনসমূহের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মাননীয় উপাচার্য আন্তর্জাতিক ইসলামী সংগঠনগুলোর সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে একসাথে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। এসময় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তির পরিমাণ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
উক্ত মতবিনিময় সভায় আন্তর্জাতিক ইসলামী সংগঠনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- ড. মোস্তফা ফয়সাল পারভেজ-সেক্রেটারি জেনারেল ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (IIFSO), আবদুল ওয়াহিদ প্যারি-ফিন্যান্স অ্যান্ড অফিস ডিপার্টমেন্ট সেক্রেটারি IIFSO, হাফিজ উজাইর আলী খান-পাবলিকেশন সেক্রেটারি IIFSO, আহমাদ ফাহমি মোহাম্মদ সামসুদ্দিন প্রেসিডেন্ট- আঙ্গাকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া (ABIM), দজুল আইমান-প্রেসিডেন্ট PKPIM মালয়েশিয়া, ড. আশরাফ আওয়াদ- প্রেসিডেন্টইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম, এমরুল্লাহ দেমির-ভাইস-প্রেসিডেন্ট আনাতোলিয়ান ইয়ুথ অ্যাসোসিয়েশন (AGD) তুরস্ক। উক্ত সভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদিক কায়েম, সেক্রেটারি এস. এম. ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান।
সভায় অংশগ্রহণকারীরা যৌথ উদ্যোগে কাজ করার সম্ভাবনার উপর গুরুত্বারোপ করেন এবং ফিলিস্তিনি ছাত্রদের শিক্ষার সুযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করেন।