নারুলী বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে ইসলামী জালসা অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বগুড়া শহরের নারুলীতে বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে গতকাল শুক্রবার ইসলামী জালসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি শাহ জামাল উদ্দিন রাব্বানী। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর,২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও জেলা বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ রোস্তম আলী। অনুষ্ঠান পরিচালনা করেন বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ফাইদুল আহাদ রুমি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উত্তরণ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন প্রধান, নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলাম, সাংবাদিক ও আলতাফুন্নেছা কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রয়েল, বিশিষ্ট ব্যবসায়ী সাজ্জাদ হোসেন, আব্দুল মান্নান মঞ্জু, লিখন প্রামানিক।
এই ইসলামী জালসাকে কেন্দ্র করে পুরো নারুলী এলাকা উৎসবে পরিণত হয়। জালসার প্যান্ডেলের পাশে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রীর মেলা বসে। মাহফিলের প্যান্ডেলে পুরুষ এবং মহিলাদের বসার আলাদা ব্যবস্থা করা হয়। উভয় প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। প্রধান বক্তার বক্তব্য শুনে মহান আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে অনেকে আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শেষে দেশ ও জাতির কল্যাণে আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
উল্লেখ্য এটি ছিল বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠ কমিটির আয়োজনে প্রথম ইসলামী জালসা। প্রতি বছর জানুয়ারি মাসের প্রথম শুক্রবার এই ঈদগাহ্ মাঠে,মাঠ কমিটির উদ্যোগে ইসলামী জলসা আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।