ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাদিম ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক:

আত্নগোপনে থাকা জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল  ঢাকার উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে  তাঁকে গ্রেপ্তার করে। আনোরুজ্জামান তালুকদার নাদিমকে নিতে জয়পুরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রাতেই ঢাকায় গেছে। আজ শুক্রবার তাঁকে জয়পুরহাটে আনা হবে বলে জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম উপজেলার বানাইচ গ্রামের মৃত মুক্তিযোদ্ধা নুরুজ্জামান তোতার ছেলে। আনোয়ারুজ্জামান তালুকদার আলমপুর পরিষদের (ইউপি) চেয়ারম্যান। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর জয়পুরহাটে হত্যাসহ ১৪ টি মামলা হয়েছে। আনোয়ারুজ্জামান তালুকদারের অন্তত ছয়টি মামলা থাকার কথা জানিয়েছে ডিবি পুলিশ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আনোয়ারুজ্জামান তালুকদার  আত্নগোপনে  ছিলেন।

জেলা গোয়েন্দা শাখার উপপরির্দশক (এসআই) জাহাঙ্গীর আলম শুক্রবার সকালে বলেন, আনোয়ারুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। র‍্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে তাঁকে উত্তরার দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। আমরা তাঁকে নিতে ঢাকায় এসেছি।

জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আবদুল ওয়াহাব শুক্রবার সকালে বলেন, ঢাকায় আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম গ্রেপ্তার হয়েছেন। জয়পুরহাটে তাঁকে আনা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *