বগুড়ায় বহু মামলার আসামি যুবলীগ নেতা আলহাজ্ব শেখ গ্রেফতার
বগুড়া অফিস:
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সহ-সভাপতি বেশ কয়েকটি হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, ছিনতাই সহ বহু মামলার আসামি আলহাজ শেখকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গত মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
জনগণের চোখে দক্ষিণ বগুড়ার প্রভাবশালী সন্ত্রাসীদের একজন
শহরের সূত্রাপুর জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় বসবাসকারী আলহাজ্ব শেখ। পুলিশের খাতায় একজন স্বীকৃত সন্ত্রাসী হলেও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য ব্যক্তি। সাধারণ মানুষকে ভয় দেখানো, খুন, জখম, চাঁদাবাজি, টাকার বিনিময়ে রাস্তায় সিএনজি, অটোরিকশা নিয়ন্ত্রন ছিনতাইসহ নানামুখী অপরাধ কর্মকাণ্ডে তার নাম ছড়িয়ে পড়লে কৃতিত্ব সরূপ তাঁকে পুরস্কার সরূপ দেয়া হয় জেলা যুবলীগের সহ- সভাপতির মতো গুরুপূর্ণ পদ। জেলা যুবলীগের সহসভাপতির পদ বাগিয়ে নেয়ার পর তিনি হয়ে ওঠেন আরো বেপরোয়া। জনসমর্থন না থাকলেও অনেকটা জোর করেই হয়ে যান তিনি বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সির। মঙ্গলবার রাতে দীর্ঘ তিন ঘন্টা চিরুনি অভিযানের মাধ্যমে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগীতায় সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।