বগুড়ায় মুসলিম এইডের শীতকালীন উপহার বিতরণ

বগুড়া অফিস:

গত মঙ্গলবার দুপুরে বগুড়ার সারিয়াকান্দি ফাযিল মাদরাসা মাঠে মুসলিম এইড সুইডেন আয়োজিত শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

মুসলিম এইড সুইডেনের সেফ গার্ডিং ও অপারেশন আইলিন আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, মুসলিম এইড কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কুরআনের আইন চালু হলেই সকল বৈষম্য দুর হবে। আপনাদের আর শীত আসলে মানুষের কাছে যেতে হবে না। কুরআনের সৈনিকেরাই আপনাদের বাড়ীতে পৌঁছে দিবে। তিনি সবাই কে কুরআনের পক্ষে থাকার আহবান জানান। একই সাথে তিনি অসহায় মানুষের পাশে দাড়ানোর সকল ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে ১ হাজার ব্যাক্তির মাঝে শীত সহায়তা প্রদান করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *