সেনাপ্রধানের সাথে রাওয়া এর নবনির্বাচিত কমিটির সদস্যগণের সাক্ষাৎ

ঢাকা প্রতিনিধি:

গত ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) এর  নবনির্বাচিত চেয়ারম্যান কর্নেল মোহাম্মদ আব্দুল হক, পিএসসি (অবঃ) এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময়ে রাওয়ার নবনির্বাচিত কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বিপি (অবঃ), ভাইস চেয়ারম্যান (সেনাবাহিনী) ব্রিগেডিয়ার জেনারেল শামস আলাউদ্দীন আহমেদ, এনডিসি (অবঃ) এবং সেক্রেটারী জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইরশাদ সাঈদ, পিএসসি (অবঃ) উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে, রাওয়া নবনির্বাচিত কমিটির সদস্যগণ সেনাপ্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। তন্মধ্যে, সশস্ত্রবাহিনীর বঞ্চিত কর্মকর্তাবৃন্দের সুবিচার নিশ্চিতকরণ, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণকে বিবিধ ক্ষেত্রে সহায়তা প্রদান, মেজর জাহিদ হত্যাকান্ডের পুনঃতদন্ত, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের রেশন সুবিধা পর্যালোচনা এবং অবসরপ্রাপ্ত ও চাকুরিরত কর্মকর্তাদের মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি প্রভৃতি বিষয়সমূহ উল্লেখযোগ্য।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *