বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় সব ধরণের সহযোগিতা করবে তুরস্ক!
ঢাকা প্রতিনিধি:
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথে ঢাকায় সাক্ষাত করেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. ওমর বোলাত।
তখন তার সাথে ছিলেন তুরস্কের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের প্রায় ৪০ জন সদস্য।
সাক্ষাতের পর এক টুইট বার্তায় ওমর বোলাত বলেন, ” বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা করতে প্রস্তুত আছে তুরস্ক। এরই ধারাবাহিকতায় আমরা ব্যবসা এবং অর্থনৈতিক খাতে উন্নতির মাধ্যমে বাংলাদেশের সাথে বন্ধুত্বের সম্পর্ককে আরও শক্তিশালী করবো।”
ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে তুর্কি ভাষায় অভিনন্দন জানান বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মন্ত্রণালয়ে তাদের মধ্যেও বৈঠক হয়।
এছাড়াও ঢাকাস্থ তুর্কি দূতাবাসে তুরস্কের বাণিজ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়া বাংলাদেশীরা। দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে তুরস্কের মন্ত্রীকে পরামর্শ দেন তারা।