জয়পুরহাট শহর বিএনপি’র কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জয়পুরহাট শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সার্বিক ব্যবস্থাপনায় দুস্থ্য ও শীতার্থদের মাঝে মঙ্গলবার দুপুরে জয়পুরহাট নতুনহাট গোহাটীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জয়পুরহাট শহর বিএনপি’র সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রাজশাহী বিভাগের সহ-সংগঠনিক সম্পাদক এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

শহর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।

এসময় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মুনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি পারভীন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা তৈবুর রহমান, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশিদ প্রধান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আয়োজক উজ্জল প্রধান জানান, প্রায় ১ হাজার ৫ শত কম্বল শহরের প্রতিটি ওয়ার্ডের শীতার্থ অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে নিজেস্ব উদ্যোগে শিশুদেরকেও ব্যাতিক্রমী শীতের উপকরণ এবং লিখা-পড়ার কাজে পর্যায়ক্রমে সহযোগীতা করা হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *