বগুড়ায় মাসব্যাপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
বগুড়া অফিস:
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র আয়োজনে মাসব্যা এরপি শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার ১৩ জানুয়ারি মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে মেলার উদ্বোধনী করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস, ২৫০ শয্যা বিশিষ্ট মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডা.সাইফুল রহমান, সমাজসেবা অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক আবু সাঈদ মোঃ কাউছার রহমান।
৬টি প্যাভিলিয়ন এবং ৮০টি ষ্টল আকর্ষনীয় পণ্য নিয়ে মেলায় শুরু হয়েছে। মেলায় দর্শনার্থী ও শিশুদের বিনোদনের জন্য ইলেক্ট্রিক নাগরদোলা, ড্রাগন ট্রেন, ভুতের বাড়ীসহ নানান ধরনের আধুনিক রাইড থাকছে। প্রতিদিন ২০টাকা প্রবেশ ফি’র মাধ্যমে দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের খ্যাতিমান বাউল শিল্পী সুকুমার বাউল ও জেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে স্থানীয় শিল্পীরা পারফর্ম করেন অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ আব্দুল ওয়াদুদ।