জয়পুরহাটে বস্তায় আদা চাষে মাঠ দিবস
অনলাইন ডেস্ক:
জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে অনাবাদি ও পতিত জমিতে বস্তায় আদা চাষের উপর মাঠ দিবস। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার তেঘরবিশা গ্রামে বেসরকারি সংস্থা ‘জেআরডিএম’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ‘জেআরডিএমে’র কৃষি কর্মকর্তা আহসান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান। আরও বক্তৃতা করেন জেআরডিএমে’র সহকারী মৎস্য কর্মকর্তা হুমায়ুন কবির, আদা চাষি জহুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মসলা জাতীয় ফসল আদা চাষে সময় লাগে ১০ থেকে ১১ মাস। কম খরচে অনাবাদি ও পতিত জমিতে বস্তায় আদা চাষ করা যায়। এতে পরিবারের চাহিদা মিটিয়ে অতিরিক্ত অর্থ আয় করা যায়। আগ্রহী কৃষকদের ‘পিকেএসএফ’ এর আর্থিক সহায়তায় ‘জেআরডিএম’ সব ধরনের সহযোগিতা করে থাকে।
তেঘর বিশা গ্রামের কৃষক জহুরুল ইসলাম বলেন, এ বছর আমি ৩০০ বস্তায় আদা চাষ করেছি। এতে আমার খরচ হয়েছে ৭ হাজার টাকা। আমি ফলন পেয়েছি ১০০ কেজি আদা। যার বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ জন্য ‘জেআরডিএম’ আমাকে সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দিয়েছে।