সাদ পন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবীতে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ
অনলাইন ডেস্ক:
সাদ পন্থিদের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধের দাবীতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জোবায়ের পন্থিরা । শুক্রবার জুমার নামাজ শেষে জেলার কেন্দ্রীয় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে জেলা ওলামা মাশায়েখ, তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদ জনতার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মুফতি আব্দুল বারী। এ সময় বক্তৃতা করেন প্রফেসর মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান, মাওলানা মো. নাজমুল হোসেন, মুফতি শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা দাবি জানান, শুরায়ী নেজামের সাথীদের হত্যা ও হামলাকারী সাদ পন্থিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে। সেই সাথে তাঁদের সকল কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধ করতে হবে।