জয়পুরহাটে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা
অনলাইন ডেস্ক:
“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক নতুন বাংলাদেশ বিনির্মানে এক কর্মশালা জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় শিক্ষক, বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ,চাকুরীপ্রত্যাশী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ধর্মীয় নেতা, এনজিওকর্মী, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
কর্মশালায় বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ প্রমুখ।
অপরদিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব ২০২৫ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বিতর্কের বিষয়- জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সিনিয়র মৎস্য অফিসার রফিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী এস এম মহিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসাদুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, প্রভাষক আহসান হাবীব, মহিলা কলেজের প্রভাষক আব্দুর রশিদ প্রমুখ।