তিনদফা দাবিতে জয়পুরহাটে চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
অনলাইন ডেস্ক:
‘বিডিআর কল্যাণ পরিষদে’র ব্যানারে তিনদফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
চাকুরীচ্যুত বিডিআর, জেলবন্দি বিডিআর পরিবার ও বিডিআর কল্যাণ পরিষদের আহবানে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তৃতা করেন জয়পুরহাট জজ কোর্টের এ্যাডভোকেট আব্দুল মোমিন ফকির, বৈষম্যবিরোধী আন্দোলনের জয়পুরহাট জেলা শাখার ছাত্র প্রতিনিধি হাসিবুল ইসলাম সানজিদ, বিডিআর এর নায়েব সুবেদার নুরুল ইসলাম, হাবিলদার বীর মুক্তিযোদ্ধা আবেদ হোসেন ও বন্দি বিডিআর রেজাউল করিমের ছেলে মো. নোমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘অবিলম্বে ফ্যাসিস্ট শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যকে চাকুরীতে পুনর্বহাল করতে হবে। তাঁদের পরিবারকে করতে হবে পুনর্বাসনপূর্বক। আর জেলবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে। অন্যথায় পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
ওই কর্মসূচিতে দাবি জানানো হয়, স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদঘাটনপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।