জয়পুরহাটের মাধাইনগর হাইস্কুল মাঠে দর্শক মাতালেন সাইমুম-উদ্ভাবন

অনলাইন ডেস্ক:

অপসংস্কৃতি, মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য জয়পুরহাটের আমদই ইউনিয়নের মাধাইনগর হাইস্কুল মাঠে স্থানীয় আবাবিল সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে গতকাল দিনব্যাপী ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

প্রভাষক আরিফুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা আমীর ডা. ফজলুর রহমান সাইদ।

সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল ওয়াহেদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাশরেকুল আলম, পাঁচবিবি উপজেলার আমীর মাওলানা সুজাউল ইসলাম, কুসুম্বা ইউনিয়নের আমীর আবু ইউসুফ মোহাম্মাদ খলীলুর রহমান, আমদই ইউনিয়নের সেক্রেটারি নাহিদুল ইসলাম, আবাবিল সাংস্কৃতিক সংসদের সভাপতি হাফেজ ইব্রাহিম বিন শরীফ, সেক্রেটারি আহসান হাবীব, অর্থ সম্পাদক লিটন সরকার, প্রচার সম্পাদক মোরসালিন লাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সুনামধন্য ইসলামি সাংস্কৃতিক সংগঠন “সাইমুম” ও জয়পুরহাটের “উদ্ভাবন” এর শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথি ডা. ফজলুর রহমান সাঈদ বলেন, অপসংস্কৃতির প্রভাব আমাদের সমাজকে ক্ষতিগ্রস্থ করছে। সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারি এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

আবাবিল সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি আহসান হাবীব বলেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন অপসংস্কৃতির বিরুদ্ধে জনমত তৈরি করতে চাই। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরোও বলেন, এ ধরনের আয়োজনে বিপুল সংখ্যাক দর্শক অংশগ্রহণই প্রমাণ করে যে সুস্থ সংস্কৃতির চর্চা ও প্রসারে মানুষের ব্যাপক আগ্রহ বাড়ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *