গণতন্ত্র উৎসব উপলক্ষে দিনব্যাপী জয়পুরহাটে ডেমোক্রেসিওয়াচের যুব ক্যাম্পেইন

অনলাইন ডেস্ক:

বেসরকারি মানবাধিকার ও সুশাসন উন্নয়ন সংস্থা ডেমোক্রেসিওয়াচের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক চর্চার যুব ক্যাম্পেইন পালন উপলক্ষে বুধবার বেলা সাড়ে ৯টায় র‌্যালী শহর প্রদক্ষিন শেষে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে দিনব্যাপি গণতন্ত্র উৎসব উদ্বোধন করা হয়।

আস্থা নাগরিক প্লাটফর্ম এর সভাপতি রফিকুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

জয়পুরহাট যুব ফোরাম সদস্য রাসেল আল রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহব, স্থানীয় সরকার এর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, ডেমোক্রেসিওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ, জাকস এর উপ-পরিচালক আকতার আলী প্রমুখ।

উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রাশসক সহ অন্যান্য অতিথিবৃন্দ ৫ উপজেলার স্টল সমূহ পরিদর্শন করেন।

দিনব্যাপী এসব কর্মসুচীতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালীকরন, নির্বাচন পর্যবেক্ষন, ভোটার সচেতনতামুলক কার্যক্রম, নারীর ক্ষমতায়ন, সুশাসন, আলোচনা সভা, গণতন্ত্র প্রতিষ্ঠা করণে যুবদের ভূমিকা শীর্ষক সেমিনার, যুবদের অংশগ্রহনে নাটক, গান, ক্রীড়া, কুইজসহ বিভিন্ন কর্মসুচী পালন করে।

এসব কর্মসূচি পরিচালনা করেন ডেমোক্রেসিওয়াচের আস্থা প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর মহিউদ্দিন মইন, জয়পুরহাট জেলা সমন্বয়কারী নাছিমা বেগম, মনিটরিং কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, নওগাঁ জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ, চাপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়কারী রেজাউল করিম, সিভিক প্লাটফর্মের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *