জয়পুরহাটে বন্ধ হওয়া নারী প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে

অনলাইন ডেস্ক:

নারীদের ফুটবল খেলা বন্ধ করতে বেড়া ভাংচুর করা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয়ের সেই মাঠেই আবারও নারী প্রমিলা ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

তারুণ্যের উৎসব উপলক্ষে বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান প্রমুখ।

খেলাটি উপভোগ করতে আসেন কয়েক হাজার দর্শক। খেলায় ঢাকা প্রমীলা নারী দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট নারী দল। পরে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। খেলায় পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। এর আগে এ মাঠটি ঘিরে ও টিকিট কেটে খেলার ব্যবস্থা হলেও এবার বিনাটিকেটে খোলা মাঠে খেলার আয়োজন করা হয়। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর ব্যবস্থা।

গত ২৯ জানুয়ারি নারীদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ মাঠে। এ নিয়ে মাইকে প্রচার শুনে আগের দিন ২৮ জানুয়ারি সন্ধ্যার আগে স্থানীয় আলেম, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লিরা খেলার মাঠের টিনের বেড়া ভাঙচুর করেন। পরে খেলা বন্ধ করে দেয় আয়োজকরা। এ ঘটনায় জেলায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। এরপর ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। পরে প্রশাসনের কাছে দুঃখ প্রকাশ করেন অভিযুক্তরা। এরপর সবার সাথে আলোচনা করে আবারও বুধবার এই মাঠে নারীদের ফুটবল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, আগে যে ভুল বোঝাবুঝির জন্য খেলাটি বন্ধ হয়েছিল তা সমাধান হয়েছে। উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলা দেখতে হাজার হাজার মানুষ আসেন। আমরা সুষ্ঠুভাবে খেলাটি শেষ করেছি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *