কালাইয়ে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের কালাই উপজেলার পৌরসভার আঁওড়া-কালিমহর এলাকায় অনুষ্ঠিত হলো “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”-এর ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কালিমহর মাঠে অনুষ্ঠিত হয় এই শ্বাসরুদ্ধকর ফাইনাল খেলা।

ফাইনালে তালাড়া বাইগুনী জুনিয়র একাডেমি ২-০ গোলের ব্যবধানে আঁওড়া তোফায়েল ফুটবল একাডেমি দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম ও রফিকুল ইসলাম চৌধুরী টুকু,পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল,যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উদয়পুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইউনুস আলি, ইউপি সদস্য আমজাদ হোসেন ও থানা যুবদল নেতা রাসেল তালুকদারসহ আরও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি তানজিরুল ইসলাম রানা বলেন,”দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। তরুণদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতেই আমাদের এই আয়োজন। আগামীতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।”

বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি বড় ছাগল এবং রানারআপ দলকে একটি ছোট ছাগল প্রদান করা হয়, যা খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে।

এই আয়োজন ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতে আরও জমকালো আসরের প্রত্যাশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *