জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন 

অনলাইন ডেস্ক:

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্ট উদ্বোধন করা  হয়েছে। গত শুক্রবার সকালে দীর্ঘদিন পর জয়পুরহাট চিনিকল মাঠে এ টি-টুয়েন্টি ক্রিকেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

ক্লাব কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক শামস মতিন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন  বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম  ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান,  জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ  নুর আলম সিদ্দিক, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ  আসাদুজ্জামান প্রমুখ।

এসময় অতিথিরা  বলেন, দেশে মাদক একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবক ও কিশোরদের খেলাধুলার মধ্যে রাখতে হবে। খেলাধুলা করলে যেমন শরীর ভালো থাকে তেমনি মনও ভাল থাকবে।

এবার ক্লাব কাপ টি-টুয়ান্টি ক্রিকেটে টুর্নামেন্টে  ৬  টি দল অংশগ্রহণ করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *