জয়পুরহাটে শিক্ষার্থীদের মশাল মিছিল
অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনাসহ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার ও গ্রেফতারের দাবিতে ও সেই সাথে গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জয়পুরহাট মশাল মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধায় বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন ইমন, বোরহান উদ্দিনসহ আরও অনেকই।
এসময় তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সব গুম, খুন, দুর্নীতিসহ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতরা এখনো জেলার বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।