পাঁচবিবিতে আদর্শ উপজেলা বিনির্মাণে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক:

জয়পুরহাটের পাঁচবিবিতে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উচাই জেরকা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (BACCO)-এর সাধারণ সম্পাদক ফয়সল আলিম।

আলোচনা সভায় শিক্ষার্থীরা উপজেলার উন্নয়ন, শিক্ষা, মাদক, চাঁদাবাজি, যৌতুক, বাল্যবিবাহ, প্রযুক্তির প্রসার, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি ফয়সল আলিম।

ফয়সল আলীম বলেন, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে হবে। স্থানীয় পর্যায়ে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা আগামীতে কেমন উপজেলা বিনির্মান করবো, সেই বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মতামত শুনেছি। সেগুলো বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হবে। এছাড়া আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মানবাধিকার আইন  গবেষক নাহিদ হোসেন, সরাইল কলেজের সহকারী অধ্যাপক সরদার মোঃ আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা

আলোচনায় অংশগ্রহণকারীরা উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শেষে সেরা প্রশ্নকারী ও সমাধানের বিষয়ে মতামত দেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *