ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত
বগুড়া অফিস:
বিতর্ক একজন শিক্ষার্থীর চিন্তাশক্তি ও বিশ্লেষণ দক্ষতা উন্নয়নের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যাকে তুলে ধরে এবং সম্ভাব্য সমাধানের দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমতা প্রতিষ্ঠার বিষয়ে জনসচেতনতা প্রসারের জন্য আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে শুরু হওয়া ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব ২০২৪-২০২৫, এখন এসে পৌঁছেছে সেমিফাইনাল পর্যায়ে। “যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি” প্রতিপাদ্যে সোমবার বেলা ১১ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিফাইনাল প্রতিযোগিতায় চারটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী (যার মধ্যে ১৪ জন মেয়ে) অংশ নেয়।
প্রতিযোগিতাটি অন্তঃক্লাস পর্যায়ে শুরু হয়ে ধারাবাহিকভাবে আন্তঃক্লাস এবং আন্তঃস্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রতিটি রাউন্ডে অংশগ্রহণকারীদের উপস্থাপনা, যুক্তি প্রদর্শন ও বিতর্ক দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক উৎসব। ২০২৪-২০২৫ এ সর্বমোট ১৩টি ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়ের ৬১৩ (৫৮% মেয়ে) জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীগণ আন্তস্কুল পর্যায়ে ৯টি রাউন্ডে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। সেখান থেকে সেমিফাইনালের জন্য ৪টি দল নির্বাচিত হয়।
সেমিফাইনালে অংশগ্রহণকৃত ৪টি বিদ্যালয় হলো ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ। ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, পাবনা। ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা, চুয়াডাঙ্গা এবং ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী। সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর খৈয়াম কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন বগুড়ার পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু শাহমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহজালাল এবং বগুড়া জেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার একে এম ফজলুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মর্জিনা খাতুন ব্যবস্থাপক জেন্ডার, সেফগার্ডিং এন্ড ডিজএবিলিটি ইনক্লুশন এবং প্রসেনজিৎ বিশ্বাস ম্যানেজার বিইপি (এসই)।
সেমিফাইনালে বিজয়ী দুই দল ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, দামুড়হুদা, চুয়াডাঙ্গা ও ব্র্যাক মাধ্যমিক বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী। আগামী ১০ মার্চ ব্র্যাক সেন্টারে ফাইনাল রাউন্ডে বিজয়ী দুই দল অংশগ্রহণ করবে।