অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে জয়পুরহাটে রেইজ প্রকল্পের ভুমিকা শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক:

বিদেশ প্রত্যাগত অভিবাসী  কর্মীদের পুনঃএকত্রীকরণে জয়পুরহাটে রেইজ প্রকল্পের  ভুমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  জয়পুরহাট জেলা প্রশাসন ও ওয়েল ফেয়ার সেন্টার নওগাঁর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার এর  সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) ড.এ.টি.এম. মাহবুব-উল করিম।

এসময় বক্তব্য দেন জেলা প্রশাসনের  সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম,ওয়েল ফেয়ার সেন্টার নওগাঁর সহকারী পরিচালক আহসান হাবিব, বিসিক এর উপ পরিচালক লিটন চন্দ্র ঘোষ, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মতিনুর রহমান, ব্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম।

দিন ব্যাপী সেমিনারে বিদেশ প্রত্যাগত কর্মী, সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীরা, এনজিও প্রতিনিধিরা অংশ গ্রহণ করে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *