এটিএম আজহারুলের মুক্তির দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
অনলাইন ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহীদ ড. আবুল কাশেম ময়দানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশ শেষে জেলা আমির ডা. ফজলুর রহমান সাইদ এর নেতৃত্বে বিশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সমাবেশে ডা. ফজলুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, এ্যাড মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, জামায়াত নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলার আমীর মাওলানা সুজাউল ইসলাম, শহর জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওলানা ইমরান হোসাইন, ছাত্র শিবিরের জেলা সভাপতি জুয়েল হোসেন, সেক্রেটারি তারেক হোসেনসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। জনগণ আশা করেছিলো তারা সকল প্রকার জুলুম নির্যাতন থেকে রেহাই পাবে। মিথ্যা মামলার আসামীরা মুক্তি পাবে। কিন্তু শেখ হাসিনার পতনের পর ফাঁসির আসামীসহ অনেকেই মুক্তি পেলেও জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম আজও মুক্তি পাননি। এজন্য জামায়াত আজ রাজপথে নামতে বাধ্য হয়েছে।
জেলা আমীর বলেন, আওয়ামী সরকার দলীয় লোকদের দ্বারা তার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো সাক্ষ্য প্রদান করে। একজন সাক্ষী আদালতে বলেছেন যে, তিনি ৬ মাইল দূর থেকে এবং অপর আরেক সাক্ষী বলেছেন তিনিও দূর থেকে ঘটনা দেখেছেন যা অবাস্তব ও হাস্যকর।
২০২৪ সালে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায়। দেশ স্বৈরাচারের কবল থেকে মুক্তিলাভ করে। রাজনৈতিক মিথ্যা মামলায় ফ্যাসিস্ট সরকারের গ্রেফতারকৃত অনেক নেতাকর্মী মুক্তিলাভ করেন। অপরদিকে স্বৈরশাসনমুক্ত বাংলাদেশে জামায়াত এখনো বৈষম্যের শিকার।
দেশবাসী স্বৈরাচারের কবল থেকে পরিপূর্ণভাবে মুক্তি চায়। অবিলম্বে আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।