জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক জনমত জরিপ

অনলাইন ডেস্ক:

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশ বিনির্মান এবং  নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষে জয়পুরহাটে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক জনমত জরিপ  অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল থেকে দিনব্যাপী শহরের পাঁচুরমোড় এলাকায়  জাতীয় নাগরিক কমিটি জয়পুরহাট জেলার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির জয়পুরহাট জেলা সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, ফিরোজ আলমগীর, মোঃ গোলাম কবীর ও ওমর আলী বাবু, পাঁচবিবি উপজেলা সংগঠক তাজরুল ইসলাম, মোরসালিন, কালাই উপজেলা সংগঠক রাশেদুজ্জামান আল হাসান, আক্কেলপুর উপজেলা সংগঠক শিহাবুল ইসলাম জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি বোরহান উদ্দিন, আশরাফুল ইসলাম সহ অন্যান্যরা।

সংগঠকরা বলেন, নতুন রাজনৈতিক দলের কাছ থেকে জনগণ কী প্রত্যাশা করে সে সম্পর্কে সক্রিয়ভাবে জনসাধারণের মতামত সংগ্রহ করা হচ্ছে । দেশের জনগণের আশা আকাঙ্খা পূরণের জন্য জনগণের  মতামত  অবশ্যই গ্রহণ করতে হবে। এরই অংশ হিসেবে  সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জনমত গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। এরই ধারাবাহিকতায়  আজ জয়পুরহাটে আমরা জনমত জরিপের কাজ করছি।

তারা আরও বলেন,‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ স্লোগানের আওতায় পরামর্শমূলক উদ্যোগের লক্ষ্যেই আমাদের আজকের এই জনমত জরিপ। ডিজিটাল গুগল ফর্ম এবং অফলাইন উভয় ক্ষেত্রেই অংশগ্রহণের সমান সুযোগ রয়েছে। যাদের ইন্টারনেট অ্যাক্সেস নেই তাদের জন্য ফর্ম সরাসরি পূরণ করার জন্য আমাদের এই আয়োজন। অন্যদিকে প্রযুক্তি-নির্ভর জনগোষ্ঠীর কাছে ডিজিটাল ফর্মগুলি হোয়াটসঅ্যাপ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমেও আমরা পৌছে দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *