ধামইরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল পশু চিকিৎসকের

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান রঞ্জু (৩৮) নামের একজন ওই গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের আলহাজ্ব ওয়ারেছ আলী মন্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকালে ফোনকলে পশু চিকিৎসার দায়িত্বে যাবার পথে উপজেলার মনোহরপুর সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে গুরুতর আঘাতপ্রাপ্ত পশু চিকিৎসক আসাদুজ্জামান রঞ্জু। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পশু চিকিৎসক ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রীও।

১৭ ফেব্রুয়ারি বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, মৃতের পারিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনের নিকট হস্তান্তর করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *